জীবনের অংক
মোস্তফা জামাল গুমুজি
জীবনের অংকগুলো বড়ই জটিল,
সমাধান খুঁজি, পাই না পথচল,
কখনো যোগে, কখনো বিয়োগে,
স্বপ্নগুলো মিশে যায় সময়ের ঢেউয়ে।
গণিতের পাতায় থাকে সূত্র লেখা,
জীবনের পাতায় সব হিসেব ফাঁকা,
সমীকরণ মেলে না, উত্তর দূর,
প্রশ্নের ভিড়ে হারিয়ে যায় সুর।
কখনো গুনে যাই আশা-আলোর রেখা,
কখনো ভাগ করি দুঃখের ব্যথা,
সময়ের হাতে ফেলে সব খাতা,
জীবনটা শিখায় — পথ চলাই কথা।
শেষ পর্যন্ত জেনেছি একটিই মানে,
জটিল অংকও হাসে ভালোবাসার টানে,
ভুল আর ঠিকের মাঝে বাজে এক সুর,
জীবনের খাতায় ভালোবাসাই পুর।
শনিবার, ২২ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal