আমি সুখী
মোস্তফা জামাল গুমুজি
রাগে অভিমানে ভেসে যায় দিন,
তবু ভালোবাসা রয়ে যায় সংগীন।
তার মুখের কথা কখনো বিষ,
কখনো ভালোবাসার মিষ্টি ইঙ্গিত।
সকালের অভিমান সন্ধ্যায় ভুলে যাই,
রাতের পরশে শান্তি খুঁজে পাই।
গোলাপের সুবাসে মন হয় ভরে,
চকলেটের মিষ্টিতে প্রাণটা নড়ে।
ভাপা ইলিশে তার প্রিয় স্বাদ,
আমার রান্নায় খুঁজে নেয় আস্বাদ।
রাগারাগির মাঝে লুকায় ভালোবাসা,
সে জানে, আমি আছি তার পাশে ভাসা।
হাতের পারফিউম, চোখে কাজল,
তার চোখে আমি রাজকুমারী, নিঃসন্দেহ কল্পল।
দিনশেষে এই নির্লজ্জটাই আমার সব,
আমি সুখী, ভালোবাসায় ভরা এই রত্নখচিত রব।
রবিবার, ২৩ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal