দূরের চাঁদ
মোস্তফা জামাল গুমুজি
আকাশে চাঁদ একা ভাসে,
দূর থেকে তাকে ভালোবাসে,
ছোঁয়ার সাধ্য কই?
সে যে দূরের আলো,
স্বপ্নে আসে, বাস্তবে নয়।
তুমিও তেমনি দূরের আলো,
হৃদয়ে জ্বলে নিভৃতে ভালো,
পাগল হৃদয় কাঁদে,
তোমায় ছুঁতে চায়,
কিন্তু পথ হারিয়ে বাঁধে।
স্বপ্নে তোমার হাত ধরি,
বাস্তবে কেবল শূন্য সড়ি,
তোমার আভায় ভাসি,
কিন্তু কাছে আসার সাধ
কখনোই পূরণ হয় না ভালোবাসি।
তুমিই আমার আকাশ চাঁদ,
অজানা কোন ভালোবাসার বাঁধ,
দূর থেকেই দেখি,
মন বলে চলো,
তবু হাত বাড়িয়ে ছুঁতে পারি না।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal