জানলেও মানতে নারাজ
লেখাঃ মোছাঃ রহিমা খাতুন ১১/০১/২০২৩ বুধবার
প্রতিটি মানুষের জীবনের কিছু অলংকার থাকতে হয়। নইলে জীবন থাকলেও জীবনের সৌন্দর্য টা থাকেনা। নিশ্বাস নিলেই বা বেচে থাকাতেই বেচে থাকা হয়না। বাচতে হয় কর্মের মাঝে। বাচতে হয় মানুষের হৃদয়ে। যদি কারোর হৃদয়ে গভীর ভাবে দাগ কাটতে পারেন, তবে আপনি কোনোদিন মরবেন না। একজন মানুষ হওয়া সহজ হলেও, প্রকৃত মানুষ হওয়া বড্ড কঠিন। কিছু ধাপ আছে যে ধাপ গুলো একে একে পার হতে হয়। চাইলেই গাছের মগ ডালে যেতে পারবেন না। আর অন্য উপায়ে গেলেও বুঝবেন না কোন ডালটি আপনার ভর সহ্য করতে পারবে। ফলাফল আপনি মুখ থুবড়ে মাটিতে। জীবন এতটা সহজ না। জন্মালাম, বড় হলাম আর মরে গেলাম। ভাবতে হবে জীবন কিভাবে কাটালাম। ভেবেছেন কখনো? ভাবুন, ভাবতে শিখুন। বাহ্যিক জিনিস নিয়ে অহংকার করার আগে চিন্তা করুন, আপনার অন্তরে কি কি আছে। ছেলে হয়ে জন্মালেই পুরুষ হওয়া যায়না। ভালো সন্তান না হলে আপনি ভালো ভাই হতে পারবেন না। ভালো স্বামী না হলে আপনি ভালো বাবা হতে পারবেন না। সব শেষে ভালো ও আদর্শ পুরুষ না হলে আপনি ভালো মানুষ হতে পারবেন না। তেমনি মেয়ে জন্মতেই প্রমান হয়না আপনি নারী। ভালো সন্তান, ভালো বোন, ভালো স্ত্রী হলেই তবে ভালো মা হতে পারবেন। আমাদের মাঝে অনেক কিছুই অর্জনের প্রতিযোগিতা চলে, কিন্তু আফসোস হৃদয় কে সাজানোর চেষ্টা খুব কম মানুষ ই করে। অথচ, আত্মা ফিরে যাবে আর শরীর, সৌন্দর্য, টাকা, সম্পদ সব দুনিয়ায় পচে গলে শেষ হবে। জন্ম মৃত্যুর মাঝ খানের সময় শুধুই শরীর সাজানোতে ব্যস্ত। অন্ধকারের গলিতে থাকতে থাকতে, হৃদয় হয়ে যায় পাষান। পকেট ভর্তি টাকা, সাদা চামড়ার সৌন্দর্য, গা ভর্তি গহনা, দামী পোষাক, অট্টালিকার প্রাচুর্য থাকার পর ও থাকেনা বিবেক, থাকেনা মনুষ্যত্ব। মানুষ হয়েও মানুষের সমাজে থেকেও মানুষ হওয়া যায়না।
অসুস্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে শরীর উন্নতির শিখরে গেলেও বিবেক/হৃদয়/মনুষ্যত্ব আজ চরম ভাবে ব্যর্থ। আশরাফুল মাখলুখাত অর্থ জানলেও মানতে নারাজ।