অপরাধী আমি
- অনিয়ম গুলো যেখানে নিয়ম
- সত্য হয়ে যায় মিথ্যা
- বিনা দোষে অপরাধী আমি
- বাস্তবতা বড়ই নির্মম।
- প্রদীপ তিমির সরাতে ব্যস্ত
- সময় ন্যায়ের বিপক্ষে
- প্রসংশা পায় অন্যায়কারী
- নিয়ম সব অনিয়মে অভ্যস্ত।
- পথভ্রষ্ট সব জয়ের স্বাধ নিতে
- ছলনা আর মিথ্যা দামী
- হেরে যায় সত্যের আলো
- অন্যায় যায় অনায়াসে জিতে।
মোছাঃ রহিমা খাতুন ১২/০১/২০২৩ বৃহস্পতিবার