বর্ষার সুর
মোস্তফা জামাল গুমুজি
আকাশের মেঘ থেকে গুঁড়ি গুঁড়ি ধারা,
বৃষ্টি পড়ে, ধুলোর মন ভিজে সারা।
স্নিগ্ধ সুরভি ছড়ায় ভেজা মাটির টানে,
মন হারিয়ে যায় শ্যামলী প্রকৃতির গানে।
পাতার ফাঁকে ফাঁকে জমে জলকণা,
বাতাসে ভাসে এক প্রশান্তির সুরবর্ণা।
শিশিরের মতো বৃষ্টি ছুঁয়ে যায় প্রাণ,
এ যেন স্বর্গের ছোঁয়া, অনন্য দান।
সারাদিন তপ্ত পথ ধুয়ে গেল ধারা,
শান্তির শীতলতা ছুঁয়ে গেল পাড়া।
এখন বাতাসে বয়ে চলে মাটির গান,
বৃষ্টিভেজা সুখ, হৃদয়ে অবিরাম।
২৭-০৩-২০২৫, বৃহস্পতিবার।
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal