গরিব কেন গরিবই থাকে?
মোস্তফা জামাল গুমুজি
গরিব থাকে গরিব, কারণ সে শেখেনি হিসাব,
দিন গোনে বেতনের, রাত ভরে স্বপ্নের ক্ষয় সাপ।
একটিভ ইনকামে লেপ্টে থাকে, ঘামে রোজগার তার,
সময় দিলেই আয়, নইলে থেমে যায় সংসার।
তবুও সে ভাবেনা, ঘুমিয়ে টাকা আসবে কবে?
প্যাসিভ আয় শোনে যেন রূপকথার গল্প তবে।
একবার বুনলে গাছ, সারা বছর ফল দেয়,
শুধু সাহস লাগে একটু, সময় আর চেষ্টায়।
বাড়ি ভাড়া, বইয়ের রয়্যালটি, অনলাইন কোর্সের ধারা,
ইউটিউব, পেজ, ইনভেস্টে— শুরুটা একটু সারা।
গরিব ভাবে, “আমার জন্য না এসব জিনিস”,
তাই তো কেবল শ্রমে বাঁচে, স্বপ্ন তার নিষ্প্রভ ধ্বংসসীমান্তে মিশে।
আর যারা ধনী, পোর্টফোলিওতে বাজি রাখে,
ডিভিডেন্ড, মুনাফা, রিয়েল এস্টেট— সময়কে উপায়ে মাপে।
টাকায় টাকা জন্ম দেয়, ঘাম ঝরায় না শরীর,
তারা জানে ভবিষ্যত গড়তে লাগে সঠিক দৃষ্টির।
২০-৮০’র হিসাব গম্ভীর,
২০ জন গড়ে ভবিষ্যত, ৮০ জন শুধু করে নির্ভর।
চাকরির আশায় জীবন পার,
তবু বোঝে না, সিস্টেমটাই করেছে তাকে হার।
তাই তুমি যদি গরিব থেকে ধনী হতে চাও,
আজই শুরু করো সঞ্চয়, ইনকামের পথ দেখাও।
একটা ভরসা গড়ো তোমার ঘাম ছাড়া,
নইলে সময় বলবে, “তুমি শুধু ছিলে বাঁচার নাটক করা।”
📅 ০৫ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal