ফুলের সৌন্দর্য
মোস্তফা জামাল গুমুজি
হোক পদ্ম বা পানা,
জলজ ফুলের মনা,
রাঙায় হৃদয় অপার,
সৌন্দর্যে ভরা সব পথঘাট
করুক তারা সবার অধিকার।
পদ্ম ফুটে জলাশয়ে,
রাঙা সৌরভ ভাসে হাওয়ায়,
পানার পাতায় শিশির ফোঁটা,
সকালের রোদে ঝলকায়।
ফুল মাত্রই সুন্দর,
মন ছুঁয়ে যায় তার ঘ্রাণ,
রঙে রঙে রাঙায় জীবন,
ভরায় হৃদয়ের প্রাণ।
পদ্ম হোক, পানা হোক,
সবাই মিলে ফুটুক রঙে,
জীবন হোক ফুলের মতো,
ভালোবাসায় বাঁচুক সঙ্গ।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal