জীবন সুন্দর
মোস্তফা জামাল গুমুজি
টাকা উপার্জন করো,
কিন্তু থাকো গরিবের মতো,
বিনয়ী হও হৃদয় জুড়ে,
কম কথা বলো শত।
অহংকারে নয়,
সাফল্যে থাকুক নীরবতা,
বড় হতে হলে,
বিনম্রতাই সেরা গুণতা।
আকাশ ছুঁতে চাইলে,
পা রাখো মাটির নিচে,
শব্দহীন চলার মাঝেই,
শান্তি থাকে হৃদয়ে নীড়ে।
যে কম বলে,
তার কথা শোনে সবাই,
বিনয়ীর পথেই লুকিয়ে থাকে,
জীবনের আসল জয়।
টাকা, ক্ষমতা — সবই ক্ষণিক,
বিনয় আর শান্তিই আসল রতন,
গভীরতা মাপে নীরবতা,
তবেই জীবন হবে সুন্দরতম।
২৪ মার্চ ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal