Posted on

চুম্বনের ভাষা


লেখক: মোস্তফা জামাল গুমুজি

ভালোবাসার নীরব ভাষা — চুম্বন,
যেখানে থেমে যায় শব্দের প্রবাহ।
পেটের কাছে চুম্বন —
ভবিষ্যতের আশা মেখে রাখে ভালোবাসার গল্পে।

হাতের কবজিতে চুম্বন —
অঙ্গীকারের অদৃশ্য সেতু গড়ে তোলে।
পায়ের পাতায় চুম্বন —
বিনয়ের স্পর্শে বেঁধে ফেলে সম্মান।

ঘুমের মাঝে চুম্বন —
স্বপ্নের ভেতরেও ছুঁয়ে দেয় হৃদয়।
চোখের কোণে চুম্বন —
অশ্রুর ভাষায় ভাগ করে নেয় কষ্ট।

নাভির কাছে চুম্বন —
স্পর্শে লেখা অমর প্রেমগাথা।
মাথা নিচু করে চুম্বন —
নিঃশর্ত আত্মসমর্পণের প্রতিচ্ছবি।

ভোরের আলোয় জেগে চুম্বন —
নতুন দিনের শুরু তোমার স্পর্শে।
বিদায় চুম্বন —
চিরদিনের জন্য ঠোঁটে রেখে যাওয়া নামহীন আকুতি।

ভিড়ের মাঝে হঠাৎ চুম্বন —
সব ভীড়ের ভেতরেও শুধু তোমাকে ছুঁয়ে থাকা।

চুম্বন, কোনো অপরাধ নয়,
এ একেকটা চুম্বন মানে হৃদয়ে লেখা শত শত অমর কবিতা।
ভালোবাসায় ভেজা ঠোঁটের নীরব উচ্চারণ।

২৭ এপ্রিল ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal


——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments