একবার সফল হতে চাই
লেখক: মোস্তফা জামাল গুমুজি
অন্তত স্বপ্নগুলো পূরণের জন্য—
একবার সফল হতে চাই,
এই ভাঙা ইচ্ছেগুলোকে জোড়া দিয়ে
নতুন আকাশে ডানা মেলাতে চাই।
জানি না, পথটা কেমন হবে,
কাঁটা না রক্তে ভেজা,
তবু হেঁটে যাবো অটল পায়ে
যতই আসুক ক্লান্তির দোজখের সেজা।
চোখে আমার যে নীল নকশা,
তা রাত জেগে বুনেছি বহুদিন,
সেই স্বপ্নেরা আজো কাঁদে—
তাদের জন্য চাই জয়রথে বসার অধিন।
একবার সফল হতে চাই,
যাতে বলে নিজেকে—”তুই পারিস”,
যাতে ভাঙা আত্মবিশ্বাস গড়ে ওঠে
আবার নতুন এক আত্মার শার্দূল হিসেবেই যেন হাঁটিস।
একবার সফল হতে চাই,
না খাওয়া রাত, না বলা কষ্ট,
সবকিছুর একটা মানে থাক—
সব হারানো যেন ফিরে পায় একটু শক্ত।
অন্তত এই মনটাকে বলার জন্য,
“তুই হেরেও হারিসনি ভাই”,
তাই একবার, শুধু একবার—
সফল হতে চাই।
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal