হারামে সুখ নেই
ফেরদৌস আহমেদ।
আলতা দিলাম শাড়ি দিলাম
দিলাম কানের দুল
মন রাঙাতে বউকে দিলাম
মিষ্টি প্রেমের বোল।
তবুও যেন প্রাণের বধুর
পাইনা আমি মন
পাই না খুজে দোষ কি আমার
কি বা সে কারণ!
বিষন ক্ষুধায় খাইতে বসি
স্বাদের গোশত দিয়ে
তামা খাঁসা মাটির নহে
সোনার থালায় নিয়ে।
স্বাদ লাগেনা গিলতে গেলে
উল্টে আসে ভাত
পায়না খুজে রোগের কারণ
বৈদ্য কবিরাজ।
চন্দন কাঠের খাটের উপর
নরম জাজিম পেতে
ক্লান্ত হয়ে ঘুমাতে যাই
স্তব্ধ নিঝুম রাতে।
ঘুম আসে না রাত জাগিয়া
ছটফটিয়ে মরি
ঔষধ খেয়ে ও রোগ সারে না
কি হইল কি করি?
এত টাকা এত পয়সা
এত আয়োজন
নাই কেন তা ও আহার নিদ্রা
ঘরেও জ্বালাতন।
বিয়ের সময় আনা হারাম
যৌতুকের ঐ টাকা
কাল হয়ে আজ সংসারের সুখ
পরেছে মেঘে ঢাকা।
আসল কথা খাবার কেনা
সুদের টাকায় ভাই
তাই তো খাবার স্বাদ লাগে না
মুখে ও রুচি নাই।
ঘুম আসে না বিছানা আর
খাটের কি ভাই দোষ
ঘুম কেড়েছে হারাম পাপী
অভিশপ্ত ঘোষ।
হারাম টাকার রুপ দেখিয়া
কেউ ভুলো না ভাই
সুখ পাবে না কারণ তাতে
আল্লাহর রহমত নাই।