আমি বাচতে চাই
লেখাঃ রহিমা খাতুন
আমি বাচতে চাই
পাহাড়ের বুক চিড়ে বেরোনো ঝর্ণার সাথে।
আমি হাসতে চাই
সবুজ ঘাসের শিশিরের সাথে।
আমি চলতে চাই
নদীর ঢেউয়ের সাথে।
আমি থাকতে চাই
প্রকৃতির সাথে মিশে।
আমি এমন একটি পৃথিবী চাই
কেউ রবেনা শত্রুর মত।
আমি চাই বারবার চাই
মানুষ থাকুক মানুষের মত।
হৃদয় থেকেই চাই
স্বার্থপরের আগুন নেভাবো মমতায়।
হাসির ধ্বনিতে সাজাবো ধরনী
পালাবে মিথ্যা আর অন্যায়।
(একটি কাল্পনিক ইচ্ছে)