ভুলের ভেতরে ফুল
লেখক: মোস্তফা জামাল গুমুজি
ভুল করলেই জীবন থেমে যায় না,
বরং তাতেই শুরু হয় নতুন যাত্রা, নতুন পনা।
কলমে আঁকা রেখা ঠিক না হলেও,
পেন্সিলের মতো ঘষে-মুছে ফের আঁকার সুযোগ তো রাখে মন—খেলো।
দুধ খারাপ হলে দই, দই থেকে পনির—
ভুলের ভেতরেই লুকিয়ে থাকে সোনার কাঠি, রূপের হীর।
আঙুর টক হলে রস নয়, হয় তো সে রেড ওয়াইন,
ভুলের ফেরেই জীবন গায় সাফল্যের অমলিন চাইন।
স্ট্যাসির বইয়ে একটুখানি নামের ভুল,
লক্ষ পাঠকের চোখে সেই ভুলেই উঠল ঢেউ তুল।
কলম্বাস পথ হারিয়ে পেল নতুন ভুবন,
ফ্লেমিং-এর ছেঁড়া রুটিনে মিলল ওষুধের গন্ধা সুবর্ণ।
ভুল মানেই ব্যর্থতা নয়,
ভুল মানেই — “আরে! এবার শিখে ফেলি কই যাই!”
জর্ডান বলেছিল, “আমি ব্যর্থ হয়েছি হাজারবার—
তাই আজ বল পায়েই রাখি আমি বারবার।”
আইনস্টাইন হেসে বলেছিলো, “ভুল করিনি”—যারা বলে,
তারা কিছুই করেনি, শুধু বসে থেকেছে ছলে!
ফোর্ডও জানে, একেকটা ভুল মানেই
নতুন শুরুর ডাকে সাড়া দেয় হৃদয়খানি।
ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদো যদি আজ,
জানো—শুদ্ধ কারো অপেক্ষা করছে জীবনের মাজ।
পেন্সিল মানসিকতা রাখো মনে,
কারণ ঘষে-মুছে তৈরী হয় জীবনের আসল রঙিন ক্যানভাসখানে।
কলমের মতন নয়, পেন্সিলের মতন হও,
ভুল করো, মুছে ফেলো, আবার নতুন রঙে বাও।
ভুল মানে শেষ নয়,
ভুল মানে “এবার সঠিকটা হয়!”
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal