চোখের আরাল থেকে মনের আরাল
লেখক: মোস্তফা জামাল গুমুজি
দুনিয়াটা এমনই—চোখের আড়াল মানেই মনেরও দূরত্ব,
যাকে দেখো না দিনের পর দিন,
সে ধীরে ধীরে হারিয়ে যায় মনের পথঘাটে, নিরুত্সাহ-নিঃশব্দ।
কখনো যাকে চোখে চোখ রেখে বলেছিলে—
“তুই ছাড়া থাকতে পারবো না!”
আজ তাকেই চিনতে সময় লাগে,
পথে দেখা হলে মৃদু হেসে অন্যদিকে হাঁটা।
চোখের দেখা বন্ধ হলে,
মনের দরজাগুলোও আস্তে আস্তে বন্ধ হয় নিঃশব্দে।
সংযোগ হারায় শব্দ, ছুঁয়ে ফেলা হারায় ব্যথা,
শুধু স্মৃতি থেকে যায়—কিন্তু তাও ধোঁয়াটে, কুয়াশাচ্ছন্ন একটা ছায়া।
সময় বড় নির্মম, আর দূরত্ব ভয়ংকর শিক্ষক,
এ দু’জনে মিলে শেখায়—
কোনো সম্পর্ক যতই গভীর হোক,
দেখা না হলে, কথা না হলে,
তাকেও হারিয়ে যেতে হয় হারিয়ে যাওয়া তালিকায়।
তাই বলি, ভালোবাসা মানে কেবল অনুভব নয়,
এটা রক্ষণশীল যত্ন—সময়, দেখা, কথা, সংযোগের সমান জ্যোতিষ।
চোখের আড়ালে গেলেই, মনের দরজায় তালা পড়ে—
দুনিয়াটা এমনই!
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal