ভরসার আলো
লেখক: মোস্তফা জামাল গুমুজি
কখনো হাল ছাড়বে না, রাখো মনে,
আল্লাহর রহমত আসে ঠিক সময়ে।
যা নির্ধারিত, তা হবেই একদিন,
সময় হলে খুলবে আশার দরজার কপাটটিন।
দুঃখে যদি ভেঙে পড়ো, ভুলে যেও না,
সবচেয়ে অন্ধকার রাতের পরেই ভোর আসে না?
প্রতিটা কষ্ট, প্রতিটা ধৈর্য,
একদিন পরিণত হবে শান্তির প্রেরণায়।
যা তোমার জন্য নয়, তা কখনো হবে না,
যা তোমার জন্য লেখা, তা পথ হারাবে না।
বিশ্বাস রাখো, ঠিক ঠিকানায় পৌঁছাবে,
আল্লাহর লিখন, কভু মিছে যাবে না।
তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal