Posted on

নিমপাতা ও ভালোবাসা

লেখক: মোস্তফা জামাল গুমুজি

নিমপাতা মিষ্টি হবে যেদিন,
মেয়েদের ভালোবাসা সত্যি হবে সেদিন।
কিন্তু এ কেমন কথা, এ কেমন বিচার,
ভালোবাসা কি তবে শুধুই প্রতার?

নারীর হৃদয় কি তবে পাষাণের মতো,
নিমের তিক্ততায় ভরা প্রতিটি ক্ষণ?
না, এ শুধু এক পক্ষের দৃষ্টিভঙ্গি,
ভালোবাসায় থাকে না কোনো ভঙ্গি।

নারীর ভালোবাসা স্নিগ্ধ, কোমল,
যেন বসন্তের মিষ্টি পবন।
তবে কেন এ তিক্ততার অভিযোগ,
ভালোবাসা কি তবে শুধুই প্রতিযোগ?

নিমপাতা তিক্ত, এ সত্য স্বীকার,
কিন্তু ভালোবাসা তাতে নয় বিকার।
নারীর হৃদয় মমতার আধার,
সেখানে নেই কোনো মিথ্যার বাহার।

তাই আসুন, বদলাই এ দৃষ্টিভঙ্গি,
ভালোবাসায় আনবো নতুন রঙ।
নিমপাতা মিষ্টি না হোক কোনোদিন,
নারীর ভালোবাসা সত্য হোক প্রতিদিন।

তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments