আবেগের ফাঁকি
লেখক: মোস্তফা জামাল গুমুজি
ভাগ্য আমায় দিলো যে দুঃখ,
সেই বয়সে,
যখন হৃদয় খোঁজে রঙিন স্বপ্ন,
আবেগের নেশায় ভাসে।
আমি ছিলাম নরম কাঁচের মতো,
অতি আবেগী,
হয়তো সে কারণেই,
আবেগগুলো আমায় ফাঁকি দিলো,
মিথ্যে সুখের প্রতিশ্রুতি দিয়ে।
কখনো ভেবেছি,
আকাশটা নীল হয়ে ধরা দেবে,
কখনো ভেবেছি,
স্বপ্নেরা ছুঁয়ে যাবে চোখের পলকে।
কিন্তু কেবলই কষ্টের নদী,
ভাসিয়ে নিলো সব,
আবেগের পালক ছিঁড়ে,
আমাকে রেখে গেলো শূন্যতায়।
আজো আমি খুঁজি,
সেই রঙিন স্বপ্ন,
হয়তো একদিন আবেগ,
আমার পাশে ফিরে দাঁড়াবে।
তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal