ভালোবাসার সমাধান
মোস্তফা জামাল গুমুজি
স্বামী-স্ত্রীর মাঝে যে হয় মনোমালিন্য,
তা কি তবে শেষ?
চাওয়া-পাওয়ার ফাঁকে লেগে থাকে
অভিমানের বেশ।
দুইটি মন, দুইটি আশা,
মিল না হলেই দ্বন্দ্ব,
কিন্তু বোঝার চেষ্টায় হলে
কাটবে সকল বন্ধ।
কথা বলে জানিয়ে দাও,
কে কী চায় বলো,
অভিযোগের বদলে একটু
ভালোবাসা ঢালো।
“তুমি সময় দাও না” নয়,
বলো “তোমায় মিস করি”,
শুধু শোনার অভ্যাস করলে
দ্বন্দ্ব হবে ফিকে জরি।
সহনশীলতায় ভালোবাসা
থাকে অটুট পথের বাঁকে,
কি তাকে কষ্ট দেয়,
জেনে নাও তার কাছে।
ক্ষমার হাত বাড়িয়ে দাও,
ভুলে যাও পুরনো ব্যথা,
একটি আলিঙ্গনে গলে যাবে
রাগের সব কঠিন প্রথা।
নতুন করে সাজিয়ে নাও,
আগামীর স্বপ্নগুলো,
হৃদয়ে জমা রঙিন আশা
মিলিয়ে দেবে কষ্টগুলো।
📅 ০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal