টাকা ছাড়া মানুষ
মোস্তফা জামাল গুমুজি
টাকা ছাড়া মানুষ,
ডানা ভাঙা পাখি,
আকাশের পানে চায়,
উড়তে পারে না বাকি।
স্বপ্ন গুলো বন্দী,
আকাঙ্ক্ষার খাঁচায়,
হাত বাড়িয়ে ছোঁবে,
কিন্তু পথ হারায়।
মান-অভিমান,
ভালোবাসার কথা,
টাকার খোঁজে হয়,
বেমানান ব্যথা।
বুক ভরা আশা,
চোখে জল ধরে,
ডানা মেলতে চায়,
কিন্তু পড়ে পড়ে।
হয়তো সুখ কিনে নয়,
মন ভরে না দামি শোবে,
তবু পৃথিবী বলে —
“টাকা ছাড়া কিছু হবে?”
১৮-০৩-২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal