Posted on

সম্পর্কের শিক্ষা

মোস্তফা জামাল গুমুজি

তিনটি পথ এড়িয়ে চলো,
জীবন হবে শান্ত;
বিশ্বাস ভাঙার খেলায় যারা —
তাদের রেখো অন্ত।

প্রথমত তারা, বেঈমান যারা,
মিষ্টি কথায় ফাঁকি;
পিছনে ফেলে ছুরি বসায়,
নিষ্ঠুরতার আঁকি।

দ্বিতীয়ত তারা, স্বার্থপর যারা,
তোমায় করে প্রয়োগ;
আপনার কাজে হাসে মুখে,
শেষে ফেলে ভ্রুকুটির যোগ।

তৃতীয়ত তারা, খিয়ানত যারা,
আমানতের নেই মান;
বিশ্বাস দিয়ে চালায় ছলনা,
ভেঙে দেয় হৃদয়খান।

এসব জনে রেখো দূরে,
বাঁচুক মন উদার;
বিশ্বাস, ভরসা পাবে তুমি,
নিষ্ঠার আলো তার।

১৯-০৩-২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments