সময়ের মূল্য
মোস্তফা জামাল গুমুজি
সময় থেমে থাকে না,
বয়সও মানে না বাধা।
হাসি, সুখ, ভালোবাসা —
সবই ফেলে যায় ছায়া।
হাসবেন্ড-ওয়াইফের গল্প হোক,
হাতে হাত রেখে পথচলা,
একটা ভ্রমণ, এক কাপ চা,
তাতেই মেটে ভালোবাসার আশা।
টাকা জমে, সময় নয়,
বয়স গেলে, কিছুই রয়?
সন্তান নিজের পথে হাঁটে,
আপনারা থাকেন স্মৃতির সাথে।
আজকে হেসে নিন প্রাণ খুলে,
পছন্দের খাবার ভাগাভাগি করে,
কাল হয়তো শরীর বলবে —
“না”, পায়ের নিচে মাটি সরবে।
টেনশন আর অভাব আসবে,
কিন্তু সম্পর্ক যেনো না ভাঙে।
ছোট্ট ভালো লাগার মুহূর্তগুলো,
জীবনকে বাঁচিয়ে রাখে নিঃশব্দ ঢলো।
একদিন সেই প্রিয় মানুষটি,
হয়তো থাকবে না পাশে,
তখন বুঝবেন, সময়ের মূল্য —
ছিলো ভালোবাসার আঁচলে বাঁধা।
১৮-০৩-২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal