সুন্দর মনের প্রেম
মোস্তফা জামাল গুমুজি
সৌন্দর্যের প্রেমে পড়ো না বন্ধু,
রূপের ছটায় ভেসো না,
ফুটন্ত ফুলও ঝরে পড়ে,
সময় শেষে ম্লান হয় সে জ্যোতি।
চোখ ধাঁধানো রঙিন স্বপ্ন,
একদিন হারায় ধুলোর গভীরে,
মনে রেখো, হৃদয় যেখানে বিশুদ্ধ,
প্রেম শুধু সেখানে জন্ম নেয়।
চিরস্থায়ী নয় সে মুখের হাসি,
রাঙা গালে সময় আঁকে রেখা,
কিন্তু সুন্দর মন,
প্রতি ক্ষণে খুঁজে পায় ভালোবাসার দেখা।
সত্যিকারের প্রেম জন্ম নেয় হৃদয়ে,
সেখানে নেই কোনো মিথ্যে বিভ্রম,
সৌন্দর্য ফুরিয়ে গেলে,
শুধু সুন্দর মনই বাঁচিয়ে রাখে সেই মরম।
১৯-০৩-২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal