হাসির আড়াল
মোস্তফা জামাল গুমুজি
বাহিরে আমি হাসির প্রদীপ,
ভেতরে ঝরে পড়া নীরব বৃষ্টিধারা,
দায়িত্বের ভারে নুয়ে পড়া কাঁধে,
স্বপ্নেরা নীরবে হারায় সারা।
আলোয় ভরা মুখের আড়ালে,
কত শত অশ্রু গোপন রয়ে যায়,
প্রতিটি হাসি, প্রতিটি কথা,
একেকটি ব্যথার গল্প বুনে যায়।
দায়িত্বের পাহাড়ে ক্লান্ত প্রাণ,
যন্ত্রণা গিলে নেয় নীরবতায়,
কেউ বোঝে না, কেউ দেখে না,
হাসির আড়ালেই বেঁচে থাকা দায়।
তবু আমি হাসি, তবু আমি চলি,
দায়িত্বের পথে অবিরাম,
হৃদয়ের গহীনে চাপা কষ্ট,
শুধু নীরব রাতের অবলম্বন।
১৮-০৩-২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal