স্ট্রং মেন্টালিটি
মোস্তফা জামাল গুমুজি
রাজা না খেয়ে মরে, ভিক্ষা সে না চায়,
ঈগল মরা মাংসে দৃষ্টি কখনো না দেয়,
আত্মসম্মান, ইগো, কঠিন মানসিকতা —
এই শক্তিই তো বাঁচিয়ে রাখে হৃদয়।
অযাচিত আগ্রহ কমাও, মেপে বলো কথা,
বেশি বললে, শুনবে না কেউ, পড়বে ব্যথা।
অভিযোগে ভরে গেলে হৃদয়ের কণ্ঠস্বর,
শব্দহীন চুপ করে থাকাই যেন উত্তম পথের দর।
একসাথে চলার ইচ্ছে একার নয় তো দায়,
যে তেষ্টা মিটে গেলে, মনের ভারও যায়।
ভালোবাসি, তবে চাই না যাপন,
মন হিমালয়, আগ্রহের আগুনে আর নেই দহন।
পজিটিভিটি আনতে আনতে দেখ, চারপাশ নেগেটিভ,
গুড ভাইবস্ এর খোঁজে জীবনটাই কখনো হারিয়ে নিভে।
শব্দ কমাও, মন খারাপ থিতিয়ে যায়,
নিজেকে হারিয়ে, উঠতে পারলে, শক্তি শুধু তোমারই রয়।
গুরুত্ব যেখানে নেই, চুপচাপ চলে যাও,
ঈগলের সাহসে সম্পর্কের সুতো নিজেই ছিঁড়ে দাও।
শান্তি বজায় রাখার দায়ে মরিয়া হও,
ভবিষ্যতের জন্য আজকেই নিজেকে গড়ে নাও।
১৮-০৩-২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal