আর্তনাদ
মোস্তফা জামাল গুমুজি
অদৃশ্য অনুভূতি গুলো যাযাবর,
মন আকাশে চাদের নেই খবর।
আহত হৃদয়ে অপূর্ণ আকুতি,
পাওয়া না পাওয়ায় বাঁধা নিয়তি।
হারিয়েছি সব, বজ্জাত অসময়ে,
কালো আধারে গেছে সব ছেয়ে।
আমি বুঝেছি, সম্পর্ক ভঙ্গুর,
শুধু আমিই অর্থহীন, পৃথিবীটা অর্থহীন।
১৯-০৩-২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal