স্ত্রীর মানসপট
মোস্তফা জামাল গুমুজি
ঘরে ফেরার ক্লান্ত বিকেল,
দরজায় দাড়িয়ে অপেক্ষা —
চোখে তার স্বপ্নের ছায়া,
হাসি মুখে চায় সে দেখা।
দিনভর সংসার সামলে,
প্রেমের দুটো কথা খোঁজে,
তবু কি তার কষ্ট বোঝে
ক্লান্ত দিনের সঙ্গী তার?
কখনো কি শুনেছো মন,
তার অব্যক্ত কথা?
স্বপ্নগুলো ছুঁয়ে দেখো,
দাও না মনের ব্যথা।
পাখির বাসা যেমন নীড়,
তেমনি সে ভালোবাসা,
কথার স্রোতে বয়ে যাক
দুজনার সুখের আশা।
বুঝে নাও তার নীরব ভাষা,
দাও না একটু মান,
স্ত্রী নয়, সে মানবী এক,
তুমিই তার প্রাণ।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal