কাজ তো করতেই হবে
মোস্তফা জামাল গুমুজি
কাজ তো করতেই হবে,
সূর্য ওঠার আগেই,
ঘুমভাঙা চোখে পথচলা,
সকাল বেলার ধাঁধায়।
হাত মেলে ধরলে তো কিছুই আসেনা,
ঘাম ঝরাতে হয়,
প্রতিদিন, প্রতিক্ষণ —
ক্লান্তি মাথায় নিয়ে
স্বপ্ন আঁকতে হয়।
পাখির মতো ডানা মেলে
উড়ে যেতে চেয়েছিল মন,
তবু পায়ের শিকলে বাঁধা
দায়িত্বের বন্ধন।
কাজ তো করতেই হবে,
সন্ধ্যার বাতাসে মিশে
স্বপ্নেরা ডাক দেয়,
আলো নিভে গেলে শুধু
মনের আকাশে তারা জ্বলে।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal