প্রকৃতির নির্জন কোণে
মোস্তফা জামাল গুমুজি
প্রকৃতির নির্জন কোণে,
শান্তি মিশে থাকে বাতাসে।
পাখির ডানায় ভেসে আসে
সবুজের মধুর আহ্বান।
নীরব গাছে হেলে পড়ে
সূর্যের সোনালি আলো,
মাটির গন্ধে মন ভরে
জমে থাকা সব ব্যথা গেলো।
ঝরাপাতার নৃত্যে বাজে
নদীর কলতান,
খোলা আকাশে মেঘেরা সাজে
আঁকি-বুকি দেয়া গান।
শান্ত এ পথের বাঁকে বাঁকে
রহস্যের গোপন খেলা,
প্রকৃতির কোণে মনে রাখে
স্বপ্নেরা ফোটায় মেলা।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal