Posted on

জীবনগড়ার মননের মানচিত্র

**লেখক: মোস্তফা জামাল গুমুজি**

জীবনকে গড়তে হলে চাই ভাবনার মূল,
শুধু আবেগে ভাসলে ভাঙে সঞ্চয়ের কুল।
একদিন আসবেই খরার দিন, হঠাৎ দরজায় কড়া,
তখন যদি কিছু না থাকে — বলো, কে দেবে সাড়া?

দেখনদারির দায়ে যদি বাজে বাজে খরচ হয়,
সন্তানের বিয়েতে যদি তলিয়ে যায় বুকের ধন–আয়,
তবে কেমন হবে ভবিষ্যৎ সেই,
যেখানে বৃষ্টি নেই, শুধু রোদ আর ক্ষয়?

সন্তান জন্মালে গয়না নয়, দাও তাকে পুঁজি,
ফিক্সড করে রাখো ভবিষ্যৎ, যেন সে না হয় ভুজি।
টাকা শেখাও, সময় শেখাও, মাল্টিপ্লাই করো স্বপ্ন,
কারণ ধাতু টিকে যায়, গ্যাজেট যায় কেবল হ্রাসের তপ্ত পথে।

ঘরের শোভা নয়, চাই মনের সম্বল,
জমি নয়, চাই হ্যান্ডি সোনা — বিপদের সহজ কৌশল।
একটা টুকরো কাঠে খাবার জোটে না,
তবে লিক্যুইড মানিতে জীবন জোটে চুপিচুপি পলকেতে।

সন্তানকে শিখাও — গ্যারান্টি কিচ্ছু নেই,
ডিগ্রি থাকলেই সুখ আসে না, তাই আগেভাগেই
হাতে কলমে শেখো কিছু কাজ, কিছু কৌশল,
যাতে জীবন দাঁড়ায় নিজের উপার্জনের মূল।

ছোটো ব্যবসা, কারিগরি, পার্ট টাইমের সাহস,
এসবই সিকিউরিটির বিকল্প — স্মার্টনেসের আহ্বান।
সবচেয়ে বড় শিক্ষা — টাকা মানে সম্ভাবনা,
আর জীবন মানে বাঁচার জন্য নিরবিচারে উদ্যমতা।

একটা ইনভেস্ট গেলেও যেন আরেকটা থাকে জাগা,
এই ভাবনাতেই গড়ে উঠুক সংসারের অনন্ত ভাগ্যরেখা।
জীবন মানে এখন শুধুই বিজনেস মাইন্ড,
নইলে টিকে থাকা কঠিন, বুঝে নাও — আজই ঠিক টাইম।

৩০ এপ্রিল ২০২৫, বুধবার
\#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments