কষ্টের আঁধার
মোস্তফা জামাল গুমুজি
কেঁদেছিল ফুল, পাখি, প্রকৃতি,
আকাশে মেঘের ছিলো মাতমের গীতি।
শুকনো হাওয়া বইছিলো বুকে,
আমার পোড়া চোখ ছিলো শুকনো দুখে।
শাপলা ফুল ভাসে নিরব জলে,
মনের কোণে ব্যথা সুর তোলে।
কতটা ভেঙেছি, জানে অন্তরযামী,
নীরব রাত জানে, জানে নিঝুম স্বামী।
বাতাসও থেমে ছিলো একা,
আকাশের তারা হারালো দেখা।
হৃদয়ের গভীরে জমে থাকা ক্ষত,
কেবল আঁধারেই রাখে তার পত।
১৮-০৩-২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal