সমালোচনার ছায়া
মোস্তফা জামাল গুমুজি
পাশে দাঁড়িয়ে দেয় কেউ ভরসা,
দুঃসময়ে শোনায় সাহসের কথা,
তবে সামনে দাঁড়িয়ে পথ দেখাবে —
সেই মানুষটি মেলে না সহসা।
পিছনে দাঁড়িয়ে গুঞ্জন তোলে,
সমালোচনার বিষ মিশে বাতাসে,
পথ চলা কাঁপে, মনটা দোলে,
তবু থামা চলে না জীবন রেসে।
ভরসার হাতটি ধরো তুমি,
পথ দেখার দায় নিজের করো,
পিছনের কোলাহল ডুবাও মনে,
সফলতার আলোয় হৃদয় ভরো।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal