শখের বার্তা
মোস্তফা জামাল গুমুজি
পুরুষের মন ভাসে নিঃশব্দ ঢেউয়ে,
শখের নারীর মেসেজ এলে হঠাৎ,
শিরা-উপশিরায় বয়ে যায় স্রোত,
ম্লান মুখে ফুটে ওঠে হাসির জগত।
বাইরে সে গম্ভীর, ভিতরে শিশুরা,
একটি শব্দে জাগে আনন্দের সুরা,
কথার প্রতিটি শব্দে লুকায় সুখ,
প্রেমে রাঙা মনে জ্বলে নতুন রুখ।
সময় থামে, চোখে আলো ঝরে,
আকাশের তারা যেন কাছ থেকে পড়ে,
শখের সে বার্তা — আশার প্রহর,
পুরুষের হৃদয়ে ঝরে সুধার কণ্ঠর।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal