বিশ্বাসের ভাঙন
মোস্তফা জামাল গুমুজি
অল্প অল্প করে বুনেছি যা,
বিশ্বাসের সেই মায়াবী বাসা,
শব্দহীন এক অবহেলায়,
আজ ভেঙে যায় নিঃশব্দে কাঁদা।
আলতো কথায় বাঁধা ছিলাম,
আলোয় মোড়া স্বপ্ন ছিল,
তবু কেন জানি, সময়ের হাওয়ায়,
ভরসার দীপ নিভে গেলো।
মানুষের অবহেলা বড় কঠিন,
শব্দের চেয়েও গভীর ব্যথা,
বিশ্বাস নামের কাঁচের খেলায়,
চিরদিন থাকে না স্মৃতির ছোঁয়া।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal