মায়ার বাঁধন
মোস্তফা জামাল গুমুজি
নির্দিষ্ট কারো মায়ায় যদি মন বাঁধে,
পৃথিবীর সব রঙ মলিন হয়ে চাঁদে।
ফুলের গন্ধে আর মন ভরে না,
পাখির গানেও সুর ওঠে না।
আকাশের নীলে চোখ রাখি বারে বারে,
তবু মনে পড়ে শুধু তারই মুখের ধারে।
সময়ের স্রোতে ভেসে যায় দিন,
তবু হৃদয় খোঁজে তারই পথচিন।
পাহাড়ের চূড়ায় দাঁড়ালেও হাওয়া,
তার স্পর্শের মত মনে হয় না কভা।
পৃথিবীটা ছোট, তবু সে বিশাল,
যখন মায়ার বাঁধনে হারাই বারবার।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal