Posted on

স্বার্থপর মাধবী

লিখেছেন MD. G – Robbani (Ashique)

উপন্যাসে নায়কের নাম হৃদয়, নায়িকার নাম ছিলো “মাধবী”
গল্প অনেক বড় কিন্ত সকরের আনন্দ মুহুর্ত পরিবেশের জন্য ইচ্ছা পূরণ সাইট এর পক্ষ থেকে নায়ক হৃদয়ের লাষ্ট ম্যাসেজ নায়িকা “মাধবীকে”

——— my sweet hart ” Madhobi ”
তোমাকে কিছু লিখছি আমি, আর লিখার শুরুতেই ক্ষমা চাচ্ছি —- আমাকে ক্ষমা করে দিও, কোন রকম ভুল হইলে। আমিতো মানুষ, চলার পথে ভুল হতেই পারে। প্রথম কথা ১২ বছর আগে কিছু ভুল ছিল তোমার। তুমি সেই ভুলগুলো বুঝতে পেরোছো তাই ক্ষমার দৃষ্টিতে দেখেছি, দ্বিতীয় বার আবারো কিছু ভুল ছিল আমি নিজে নিজেকে সঠিক করে নিয়ে শুধু তোমার মুখটি দেখার জন্য আমার প্রান ব্যাকুল হয়ে উঠেছিল। মনটাকে কোন রকমেই বুঝানো যাচ্ছিলো না। তাই দেখা করলাম। তুমিও সেই ১২ টি বছর ধরে আমাকে পাওয়ার যন্ত্রণাই ছটফট করেছো। আমি তোমার সঙ্গে দেখা করবো জেনে ঈদের মতো আনন্দে ছিলে। তুমি নিজেই দেখেছো তোমাকে এতোটাই সম্মান করি। এতোটাই ভালো বাসি যে, গোলাপটি হাতে উঠিয়ে দিতে লজ্জা খুব লজ্জা হচ্ছিলো। হটাৎ তুমি জোর করে হাত থেকে গোলাপ নিলে। ভালোই করেছো কারণ গোলাপটির জন্মই হয়েছিলো তোমার জন্য। এই রকম সাহস দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। কিন্তু গত শুক্রবারের বেপার ছিলো পুড়ো আলাদা। সেই দিনটিও ছিল শুধু আমাদের জন্য কিন্তু তুমি অন্যের করে দিলে। কিভাবে, এইটা কিভাবে পারলে তুমি। কিভাবে তোমার দ্বারা সম্ভব হলো। ভাবতেই অবাক লাগছে। আমার চোখের জ্বল ছলছল করছে তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছি। এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে তোমাকে দ্বিতীয় বারের মতো এই মুখ আমি দেখাতে চাই না। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো ক্ষমা করো আমাকে। তোমার দেওয়া অপমান আমার কাছে অনেক কষ্টের এবং অনেক বড় হয়ে দাড়িয়েছে তাই বলছিলাম “Madhubi” মনভাঙা আর মসজিদ ভাঙ্গা সমান বেপার। ভাঙা কাচ জোরা লাগেনা, লাগলেও জোরাটি দেখা যায়, আমি তোমার কাছে সেই জোরাটি দেখে সহ্য করতে পারবো না। তাই তোমার কাছথেকে বিদায় চাচ্ছি আমাকে ক্ষমা করো byeeeeeee😥

দুপুর গড়িয়ে গেলো বিকেল যেয়ে সন্ধ্যা নেমেছে দেখতে দেখতে বেশ সময় পেরিয়ে এখন রাত দুটো হৃদয়ের দুচোখে ঘুম নেই খুব সহজেই মুখ থেকে বেরিয়ে আসে স্বার্থপর মাধবী। এবার বিছানা থেকে উঠে ভিশন চিন্তিত মনে বলতে লাগলো সুন্দরী মেয়েদের ভালো বাসা বুঝি এমনিই হয়। না আমি ওকে ফোন দিবো না। হটাৎ মাধবীর ছোট্ট একটি ম্যাসেজ আসে হৃদয়ের মোবাইলে, হৃদয় খুব গম্ভীর ও মনোযোগের সাথে পড়ছে—- তাতে মাধবী লিখেছেঃ extremely sorry Ridoy
Amader attio mara gacelo tai Ami asta pari nai abong kothati bolar moto tomake sahos hoynai Ami lojjai bolte pari nai amake khoma koro.

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments