নিয়ামতের শুকরিয়া
মাথার উপর আকাশ দিলে
আকাশ ভরা নীল
চোখ জুড়াতে সেই আকাশে
উড়তে দিলে চিল।
নরম কোমল মাটি দিলে
করতে বসবাস
মাটির মাঝে রস দিয়েছ
করতে ফসল চাষ।
চৈত্রে দিলে শীতল বাতাস
পৌষে দিলে রোদ
ঘোড়া দিলে সোয়ার হতে
গাভির পেটে দুধ।
ফুলের মাঝে মৌ দিলে আর
ফলের মাঝে বল
আহার বিলাস করতে দিলে
মাছ বাঁচি তে জল।
গরুর কাঁধে গজ দিয়েছ
টানতে আমার হাল
নদীর বুকে বাতাস দিলে
টানতে নায়ের পাল।
বরকে দিলে প্রাণের বধু
বউকে দিলে বর
দুজন মিলে বাঁধতে দিলে
মিষ্টি প্রেমের ঘর।
গল্প করার সঙ্গী দিলে
আদর করার মা
কোল জুড়াতে দিলে আমার
কোলের মানিক ছা।
মায়ার বাঁধন বোন দিয়েছ
বাহুর বাঁধন ভাই
এমন মহান বাপ দিয়েছ
যার তুলনা নাই।
শ্রবণ করার কান দিয়েছ
কথা বলার মুখ
পথ চলিতে পা দিয়েছ
দেখতে দিলে চোখ।
না চাহিতে এত বেশি
দিলে ওগো রব
যা দিয়েছো আমার প্রভু
লাগেনা তা সব।
যা দিয়েছ ঢের হয়েছে
চাই না কিছু আর
এবার শুধু শক্তি দিয়ো
শুকরিয়া করার।
আমিন ,ইয়া রাব্বুল আলামিন।
ফেরদৌস আহাম্মদ