পুরুষ
মোস্তফা জামাল গুমুজি
পুরুষ কি বোঝে ক্লান্তি?
সে তো পাহাড় সমান শক্তি,
বুকের মাঝে দ্বন্দ্ব লুকিয়ে
হাসে, লড়াইয়ে থাকে অমুক্তি।
তবু কেউ জানে না ব্যথা,
নীরবতায় গড়ে সে পথ,
চাহিদার যন্ত্রে বন্দী হয়ে
স্বপ্নগুলোও হারায় রথ।
তবু পুরুষ কাঁদে নিভৃতে,
নক্ষত্রের রাতে একা,
বুকের গভীরে সুর বাজে
আলোহীন এক রেখা।
তারিখ: ২০ মার্চ ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal