আমার আমি
মোস্তফা জামাল গুমুজি
আমার যোগ্যতা থাক বা না থাক,
আমি আমার মতোই —
ভাঙা-গড়া, হাসি-কান্না,
সবটাই আমার।
কারো সাথে মেলাবার দরকার নেই,
আমি চলি আমার ছন্দে,
অন্যের পায়ের ছাপ মেপে নয় —
নিজের পথে, নিজের স্বপ্নে।
কম্পেয়ার করো না আমায়,
আমি কারো প্রতিচ্ছবি নই।
আকাশ যেমন বিশাল,
সাগর যেমন গভীর,
আমার মনও তেমনি —
অজানা, অপার।
কেউ এগিয়ে, কেউ পিছিয়ে —
এই দৌড়ে আমি নেই।
আমি শুধু আমার আমি,
এটাই তো সবচেয়ে বড় জয়।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal