Posted on

অপূর্ণ স্বপ্নের আর্তনাদ

লেখক: মোস্তফা জামাল গুমুজি

প্রতিটি জিনিসের ই নির্দিষ্ট সময় থাকে,
সময়ের বাইরে গিয়ে কোনো কাজ সম্ভব হয় না।
তাই হয়তো বলে: দাঁত থাকতেই দাঁতের মর্যাদা করতে হয়,
অতীতের ভুলে আজ হৃদয় পোড়ে নিরন্তর।

ছাত্রী হিসেবে খারাপ ছিলাম না,
কিন্তু পড়াশোনায় ছিল অমনোযোগী।
নিজের প্রতি সুবিচার করিনি কখনোই,
সুযোগ কাজে লাগাতে পারিনি, এ দুর্ভাগ্য আমার।

বাবা দিয়েছিলেন যথেষ্ট সুযোগ ও সাপোর্ট,
কিন্তু সময় থাকতে মূল্য বুঝিনি।
এ আফসোস কতটা পোড়ায় আমায়,
তা কাউকে বলতে পারি না, শুধু নিজেই গুমরে কাঁদি।

এসএসসি পাশ করলাম হেসে খেলে,
এইচএসসি পার করলাম হোঁচট খেয়ে।
ডিএমএফ শেষ করলাম গুরুত্ব না দিয়েই,
এখানেই পড়াশোনা শেষ, হ্যাঁ, এটাই হওয়ার কথা।

আমার মত ছাত্রী এতদূর এসেছে,
সেটা শুধুই বাবার তাগিদে।
নিজের কোনো চাহিদা বা তীব্র ইচ্ছে ছিল না,
বাবা পড়াতেন, আমি দায়সারা পড়তাম।

স্বপ্ন কী? কিভাবে দেখতে হয়?
কোন পথে এগোতে হবে? কিভাবে পূরণ হবে?
কতটা পরিশ্রম করতে হবে?
এসবের কিছুই জানতাম না, কেউ বলেনি কখনো।

এটা আমার জীবনের না পাওয়ার মধ্যে অন্যতম,
যাই হোক, সে দিক থেকে পড়াশোনা ডিএমএফ-এ শেষ।
কিন্তু কথায় আছে না? কার মনে কী কখন জাগে,
কেউ জানে না, আমার হয়েছে তাই।

আমি মাঝ নদীতে গিয়ে সাঁতার শেখার জন্য আকুল হয়েছি,
আস্তে আস্তে চোখের সামনে অনেকগুলো ডুবে যাওয়া আধভাঙা তরী স্পষ্ট হলো।
হাজারো অপূর্ণতা নাড়িয়ে দিলো আমায়,
জেগে উঠলো কিছু অহেতুক স্বপ্ন।

যে পড়াশোনা থেকে পালিয়েছি সহস্রবার,
সেই পড়াশোনার প্রেমে আমি ডুবে যাচ্ছি।
একেকটা ডিগ্রি যেন আমার কাছে অতি আপন,
নামের পাশে অনেক কিছু বসানোর আকাঙ্ক্ষা আমাকে ক্ষুধার্ত বানিয়ে দিলো।

কিন্তু ততক্ষণে আমি মাঝ নদীতে তলিয়ে যাওয়ার পথে,
হাজারো ইচ্ছে আর স্বপ্ন আজ যাযাবর।
জানি কোনোদিন পূরণ হবে না, তাও স্বপ্ন যেন শুধুই স্বপ্ন,
এটাই হয়তো নিয়তি, যে যা চায় তা পায় না, যে যা পায় তা চায় না।

এ লেখা কখনোই ফুরাবে না,
তাই অপূর্ণই থাক লেখাটি।

তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments