পরিশ্রমের পথ
মোস্তফা জামাল গুমুজি
ঘাম ঝরে বুনো পথের ধুলায়,
সফলতার গান শোনে না কেউ,
মাটির গন্ধে মিশে থাকে আশা,
পরিশ্রমে বাঁধা জীবনের ঢেউ।
সূর্য ওঠে, সূর্য ঢলে —
হাতের রক্তে স্বপ্ন আঁকা,
প্রতিটা কদমে গল্প লেখা,
জীবন যেন কর্মের মঞ্চ।
হতাশার ছায়া যাক সরে,
শ্রমে ভরা দিনে নেই ভয়,
সফলতা একদিন ধরা দেবে,
আলোর পথ দেখাবে নিশ্চয়।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal