পাগলামির ভালোবাসা
লেখক: মোস্তফা জামাল গুমুজি
তোমার শরীরের সুগন্ধে ভরে ওঠে আমার নিঃশ্বাস,
পাগল করে তোলে, টেনে আনে তোমার কাছাকাছি।
দূরত্ব? না, আমার কোনো দিন ভালো লাগেনি,
আমি চাই, মিশে যেতে তোমার প্রতিটি মুহূর্তে,
হয়ে উঠতে তোমার নিঃশ্বাসের ছায়া।
ভালোবাসা হোক এমন—
যেখানে ছেড়ে যাওয়া মানেই ফিরে আসার আকুলতা,
মনোমালিন্য হোক শুধু হাতে হাত রেখে ভাঙা।
তুমি আমাকে পুরোপুরি দখল করলেও,
আমার প্রতি তোমার তৃষ্ণা যেন আর কমে না,
বরং আরো উন্মাদ হয়ে ওঠো আমায় ছুঁতে।
আমি চাই না, আমাদের ভালোবাসা হোক সাধারণের মতো,
আমি চাই পাগলামি—
যেখানে প্রতি নিঃশ্বাসে, প্রতি ছোঁয়ায়
আমরা একে অপরের জন্য নতুন করে জন্ম নিই।
তুমি আমায় চাও, আবারো চাও,
পাওয়া আর হারানোর ভয়কে ছাপিয়ে,
চিরন্তন পাগলামির মতো
তুমি আর আমি, অটুট, অবিভাজ্য—
ভালোবাসায় গলে যাই একে অপরের মধ্যে।
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal