অপছন্দের স্ত্রী
লেখক: মোস্তফা জামাল গুমুজি
অভিযোগের বানে ভাসে যে নারী,
স্বামীর পথে বিছায় কাঁটা,
প্রশ্নের জালে জড়ায় প্রতিনিয়ত,
স্বামীর মনে আনে বিরক্তি।
হঠকারিতায় মগ্ন যে স্ত্রী,
স্বামীর কথায় দেয় না কান,
উদাসীনতায় ডুবে থাকে,
নিজেকে রাখে অগোছালো।
সন্দেহের বিষে জর্জরিত,
স্বামীর পিছু লেগে থাকে,
আদব-কায়দা যার নেই,
শরীয়তের নিয়ম মানে না।
অহংকারে মত্ত যে নারী,
মিথ্যার আশ্রয়ে চলে,
দাম্ভিকতায় ভরা মন,
স্বামীর সম্মান করে ক্ষুণ্ন।
বাচালতায় বিরক্ত করে,
অতিরিক্ত প্রতিক্রিয়ায় ভাসে,
অভিযোগের পাহাড় গড়ে,
স্বামীর ধৈর্য্যের পরীক্ষা নেয়।
বাজারমুখী মন তার,
কেনাকাটায় তৃপ্তি পায় না,
গিবতে মগ্ন সময় কাটায়,
স্বামীর ছাড়কে দেখে দুর্বলতা।
এমন স্ত্রীকে পুরুষ অপছন্দ করে,
স্বপ্ন দেখে স্নিগ্ধ সঙ্গীর,
যার সাথে মিলে গড়বে জীবন,
ভালোবাসায় ভরবে হৃদয়।
তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal