বন ও জীবনের গান
লেখক: মোস্তফা জামাল গুমুজি
বনের সুরে মিশে আছে জীবনের গান,
প্রকৃতির বুকে লুকানো সুখের সন্ধান।
গাছের ছায়ায় মেলে শান্তির নীড়,
সবুজের আলিঙ্গনে হৃদয় হয় ধীর।
বন যদি না বাঁচে, আমরা কীভাবে বাঁচি?
পরিবেশের ভারসাম্য রক্ষা কীভাবে রাখি?
জীববৈচিত্র্যের মেলা এই বনের মাঝে,
প্রাণের স্পন্দন শোনা যায় প্রতিটি কাজে।
বনভূমি দখল আর উজাড়ের খেলা,
নির্মম হাতে কাটা পড়ে সবুজের মেলা।
ভ্রমণে গিয়ে দুষণ নয়, রক্ষা করি পরিবেশ,
সচেতনতার আলো জ্বালি, করি মঙ্গলাদেশ।
জাতিসংঘের ডাকে আজ জেগেছে বিশ্ববাসী,
আন্তর্জাতিক বন দিবসে প্রতিজ্ঞা করি আসি।
“বন পুনরুদ্ধার: উত্তরণ ও কল্যাণের পথ”,
সবাই মিলে গড়ি নতুন সবুজের রথ।
নিজে সচেতন হই, অন্যকে করি আহ্বান,
বন রক্ষায় সবার হোক সমান অবদান।
সবুজে ভরে উঠুক আমাদের প্রিয় ধরিত্রী,
বন ও জীবনের গান হোক চির অমৃত বাণী।
তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal