নারী দেহ এক রহস্যলোক
লেখক: মোস্তফা জামাল গুমুজি
নারী দেহে আছে এক সরস ফুলবাগান,
যেখানে ঘোরে মৌমাছি, চায় শুধু পান।
সুগন্ধ ছড়ায় প্রতিটি কোণে,
কামনার ঢেউ উঠে মনে,
সে বাগানে মন হারালে হয় না অবসান।
নারী দেহে আছে এক রূপালী নদী,
তারে ঘিরেই গড়ে ওঠে প্রেমের গদ্য-পদ্যই।
নদীর জলে প্রেমের খেলা,
ভাসে তাতে আশা-বেলা,
তারে ঘিরেই বুনে রাখে কবি শত ছন্দরথি।
দেহের গভীরে এক অদ্ভুত অরণ্য,
যেখানে চিরকাল বাস করে আকর্ষণ-প্রণয়।
সেই অরণ্যে চাঁদের আলো,
তাতে হেরেও নর চললো,
জীবন পেলে, জীবন দিলো, বাঁচলো সে অন্তর্য।
নারী দেহে আছে এক দেবতার মন্দির,
ভক্তির ছোঁয়ায় জ্বলে ওঠে প্রেমের প্রদীপের নীর।
সে মন্দিরে ত্যাগের কথা,
স্মৃতির গভীর সোনালী ব্যথা,
সে মন্দিরে জগত রাখে এক স্বর্গীয় ছবির পির।
তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal