মানুষ হওয়া
মোস্তফা জামাল গুমুজি
যদি নিজের ব্যথা টের পাও,
জানো তুমি জীবিত,
শিরায় শিরায় বয়ে চলে
রক্তের উত্তাপ,
হৃদয় এখনো কাঁপে —
ব্যথার ভাষায়।
কিন্তু যদি অন্যের কষ্টে
তোমার বুক ভেঙে আসে,
চোখে অজানা জলের রেখা —
তবে জেনে রেখো,
তুমি শুধু জীবিত নও,
তুমি মানুষ।
মানুষ হওয়া সহজ নয়,
অন্যের ব্যথা বয়ে চলা,
নিজের হৃদয়ে আঁকা —
এ যে পরম দায়।
প্রাণ থাকলেই মানুষ হওয়া যায় না,
দরকার এক আকাশ মমতা,
এক সমুদ্র সহানুভূতি।
জীবিত হওয়া ভাগ্যের,
মানুষ হওয়া গৌরবের।
২০-০৩-২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal