Posted on

সময়ের কথা

ফেরদৌস আহমেদ।

যৌবন এলে বনের ফুল ও
গল্প করার সঙ্গী চায়
তার সে আশা ব্যক্ত করে
‌পাপড়ি মেলার ভঙ্গিমায়।

সঙ্গী খোঁজার সময় হলে
পাপড়ি মেলে দেয় কলি
পাপড়ি নেড়ে কয় সে হেসে
আয় ভ্রমরা আয় অলি।

পুষ্প ডাকে কই রে ভ্রমর
আয়রে ছুটে মৌ বনে
সঙ্গী হয়ে ডুব দিয়ে যা
আমার ভরা যৌবনে।

যৌবন এলে সবার মনেই
সঙ্গী পাওয়ার লোভ জাগে
তা না পেলে যৌবনাদের
বক্ষে চাপা ক্ষোভ জাগে।

এই চাপা ক্ষোভ কারো বুকে
থাকলে বাঁধা দীর্ঘদিন
ক্ষোভ অনলে পুড়ে সে বুক
ধীরে ধীরে হয় বিলীন।

এক সময় এই বুক পোড়ারা
বুকের জ্বালা যন্ত্রণায়
জড়িয়ে পড়ে নানা রঙের
কুকাজে কুমন্ত্রণায়।

কেউ বা তখন সঙ্গী নিয়ে
পালিয়ে যায় ঘর ছাড়ি
কেউবা আবার পথ হারিয়ে
নিজের গলায় দেয় দড়ি।

সময় থাকতে যৌবনাদের
মনের দিকে দিন নজর
দেখুন তাদের মনের কি হাল
দেখুন মনের কি খবর।

যদি দেখেন সঙ্গী পাওয়ার
স্বপ্ন চোখের তারাতে
জলদি তাদের সঙ্গী যোগান
দুর্ঘটনা এড়াতে।

——-বন্ধুকে জানিয়ে দাও

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments