রূপসী নওগাঁ
রূপসী নওগাঁ
মোস্তফা জামাল গুমুজি
নওগাঁর মাটি, সবুজের হাতছানি,
রূপসী নওগাঁ গায় ভালোবাসার বাণী।
প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্যের কথা,
তাদের প্রচেষ্টা সত্যি প্রশংসার মতা।
সভাপতি চালায় আশার রথ,
ভবিষ্যতের পথে রাখে দৃঢ় গত।
সম্পাদক বুনে শব্দের মালা,
সংগ্রহ করে গল্প, ইতিহাসের জ্বালা।
প্রচার সম্পাদক ছড়িয়ে দেয় আলো,
প্রতিটি কাজে মেলে স্বপ্নের পালো।
তাদের হাতে নওগাঁর রূপ,
জেগে ওঠে নীরব প্রশান্তি আর সুখ।
তিন রাস্তার মোড়ে, চায়ের টঙে,
কথারা গাঁথে সুখের সঙ্গ।
রূপসী নওগাঁ, আশার কণা,
তোমার গল্পে জাগে প্রাণের সুরধ্বনা।
১৬-০৩-২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal