চোখের জল
লেখক: মোস্তফা জামাল গুমুজি
সেদিন তোমার চোখে জল,
শীতল বাতাসে কাঁপল মন,
কী ব্যথা লুকিয়ে ছিলো,
সে কথা বুঝিনি তখন।
নীরব সে অশ্রুর ধারা,
কথা বলে নিঃশব্দে,
হৃদয়ের গহীনে লুকানো
কষ্টের ভাষা খোঁজে।
আমি শুধু চেয়ে ছিলাম,
শব্দহীন এক আকুলতায়,
তোমার সেই নিস্তব্ধ ব্যথা
আমার বুকেও বাজায়।
যে কারণেই হোক,
তোমার সে বেদনা,
আমার হৃদয়কেও
ভাসিয়ে নিলো এক স্রোতে।
হয়তো একদিন জানবো,
সেই অশ্রুর আসল নাম,
ততদিন থাক স্মৃতিতে,
চোখের জলে আঁকা সে ঘন আঁধার।
তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal