হেদায়েতের বসন্ত
লেখক: মোস্তফা জামাল গুমুজি
হেদায়েত এলে হৃদয়ে,
বসন্ত নামে নীরবে,
শুষ্ক মনের শাখায় শাখায়
ফুটে ওঠে আশা রবে।
অন্ধকারের পথ ছেড়ে,
আলোয় ভরে যায় প্রাণ,
নতুন সূর্যের কিরণে
জীবন পায় নতুন গান।
বাতাসে ভেসে আসে,
সততার মিষ্টি সুবাস,
পাপের ধূলা ধুয়ে যায়
হৃদয় পায় পূর্ণ বিশ্বাস।
বসন্ত এলে হৃদয়ে,
কঠিন পথও সহজ হয়,
প্রভুর রহমতের ছোঁয়ায়
জীবন বদলে যায়।
তারিখ: ২১ মার্চ ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজি #godsgamelook #icchapurun #mostofajamal